Ireen Rhyme

Sunday, February 9, 2014

সংশয়

Songshoy
সংশয়
সংশয়
- আইরিন

মেঘের আড়ালে ঢাকিয়াছে নয়ন-হৃদয়ের গহীনে তুমুল আলোড়ন,
কেন এই ক্রন্দন নাই তা সরন-প্রেমোবাণ করিয়াছে বরণ;
ভাবী যত যাব দূরে সরে-তত বেশি বাঁধা পরি প্রেমোডোরে,
তুমি রয়েছ ভুবন জুড়ে-সৃষ্টি ব্যাপিয়া তুমি হৃদয়ের অন্তঃপুরে।
তাই কভু ফিরে যাই-তোমার হৃদয়ে খুজি ঠাঁই,
মিথ্যে প্রলোভনে আপনারে ভুলাই-তোমার নয়নে আপন প্রতিচ্ছবি খুজে বেড়াই।
ক্ষণে ক্ষণে আপন মনে করি অভিমান,
ক্ষানিকবাদে তোমার চরণে সপি মন-প্রান।
জানি আমি কেবলি মিছে বলি, মিছে আপনারে ছলি,
কঠিন বচন যদিও বলি-ক্ষনিকবাদে আপন মর্মে জ্বলি।
কেঁটে গেছে দিনের পর দিন-কালের আবর্তে হইয়াছে ক্ষীণ,
একি ছাদের নিচে তোমার আমার আবাস-তব ভিন্ন গ্রহে মোদের বসবাস।
এতো কাছে থেকেও কাছে নেই তবু, যতই দূরে রও দূরে নই কভু,
তাই কভু ফিরে যাই, কভু ধরি হাত-কভু ফেলি দীর্ঘশ্বাস, কভু অশ্রুপাত।
কভু তুমি কর আঘাত অবজ্ঞার ছলে-কভু কাছে টেনে লও আগলে,
জেনে শুনে অথবা ভুলে-ফের ফিরে আসি মোহচ্ছলে।
সড়ল আবেগে আখি পরে ঢুলে-মনে নাই কবে ব্যথা দিয়া ছিলে,
ভুলে যে গিয়াছ আমায় তাই যাই ভুলে-শুধু সুখ স্মৃতি উদ্ভাসিত হয় নয়ঙ্কূলে।
আশা-নিরাশায় তোমারি আমি-তুমি চিরকাল আমারি জানি,
তব আখির ওপরে আখি চিরায়ত ঘোর-সংশয়ডোরে বাঁধা হিয়া মোর।

No comments:

Post a Comment