Ireen Rhyme

Friday, January 24, 2014

তুমি মোরে পার না বুঝতে

তুমি মোরে পার না বুঝতে
- আইরিন

আহা মরি-মরি! এ কথা সুধাই কার কাছে,
বুঝতে কি পার না, কোথায় শূল ফুটে?
তোমার কটাক্ষে হৃদয় টুটে,
ক্ষণে ক্ষণে হিয়া আর্তনাদ করে ওঠে।

তুমি মোরে পার না বুঝতে?
হৃদয় বারতা কেমনে সুধাই আপন মুখে!
হ্রিদয়ের কথা হৃদয়েই চাপা থাকে,
না পারি সযত্নে তাহারে শব্দমাল্যে গাঁথিতে।

না পারি বুঝিতে, না পারি বুঝাইতে,
হৃদয়ো ব্যকূলতা না পার সুধাইতে।
প্রানের আবেগ না পাড়ি রুধিতে,
মম চিত্ত না পাড়ি বাধিতে।

মোর প্রানের অঞ্জলি করিয়াছি উৎসর্গ তোমাতে,
আপনা ভুলিয়া মিলায়েছি তোমার তরে হে।
পারি’নি তিল পরিমাণ নিজেকে আড়াল করিতে,
তব মোরে পার না বুঝিতে!

ছল ছল চোখে দুটি আঁখি প্রশ্ন করে,
মম চিত্ত বিষাদ ভোরে;
কিছু’ই করি’নি গোপন সমস্ত ছিল আঁখির ‘পারে,
তাই বুঝি বুঝতে পার না মোরে!

No comments:

Post a Comment